Firm Machinaries (SSC(Voc))

 

ফার্ম মেশিনারী বিভাগের শিক্ষক এবং সাহায্যকারীগণ
  

ছাত্র/ছাত্রী পরিসংখ্যান-

নবম ও দশম শ্রেণীতে যে যে বিষয়বস্তু পড়ানো হয়:

নবম শ্রেণী: ফার্মশপের পরিচিতি ও ক্ষেত্র জানা,  ফার্মশপ ও মেশিনারীতে নিরাপত্তামুলক কাজের অভ্যাস করা, ফার্মশপে ব্যবহুত টুলসের প্রশিক্ষণ, সারিং প্রণালী, ফাইলিং, ড্রিলিং, চিপিং, স্ক্রেপিং, গ্রাইল্ডিং, স্ক্রথে তৈরীকরণ, োয়েল্ডিং করণ, আর্ক ওয়েল্ডিং করণ, স্টীট মেটালের কাজ, পাইপ ও পাইপ ফিটিং করণ, সেচ পাম্প মেরামত এ সার্ভিজিং, নলকুপ খনন ও পাম্প স্থাপন, রেমিপ্রোকেটিং পাম্প মেরামত, সেন্টিফিটগাল পাম্প মেরামত। ইঞ্জিন সম্পর্কিত শব্দসমূহ জানা, ইঞ্জিনের কার্যকািরতায় দক্ষতা অর্জন, ইঞ্জিনের বিভিন্ন অংশের গঠন জানা, ভালব ও ভালব মেকানিজম দক্ষতা অর্জন, ইঞ্জিন কুলি সিষ্টেমে দক্ষতা অর্জন, লুব্রিকেটিং সিস্টেমে দক্ষতা অর্জন, ডিজেল ফুয়েল সিস্টেমে দক্ষতা, পেট্রোল ফুয়েল সিস্টেমে দক্ষতা অর্জন, ব্যাটারী চার্জিং ও মেরামত, ইঞ্জিন চালুকরণ, এয়ার ইনটেক পদ্ধতিতে দক্ষতা, হাইপ্রেসার পাম্প মেরামত ও সার্ভিসিং, সিএনজি এবং ইএফ আই ইঞ্জিনে দক্ষতা, টিলেজ ইমপ্লিমেন্টস মেরামত, পাওয়ার টিলার অ্যাটাডমেন্টকরণ, পাওয়ার টিলার ব্রেক সিস্টেমে দক্ষতা, হুইল মেরামত প্রিহারভেষ্ট ও পোষ্টহারভেষ্ট যন্ত্রপাতি মেরামত।

 

দশম শ্রেণী : স্পেশাল টুলসের ব্যবহার জানা, পিষ্টনরিং এর ক্ষয়প্রাপ্ততা নির্ণয়, ইঞ্জিন সিলিন্ডার ব্লক পরীক্ষাকরণ, ক্র্যাংক ল্যাফট পরীক্ষা, ধাতব পদার্থের অভ্যন্তরে ও বাহিরে থ্রেড কাটিং, গ্যাস ওয়েল্ডিং ও সোল্ডারিং দক্ষতা, পাইপ ফিটিং।ইঞ্জিন সার্ভিসিং ও টিউন আপ করণ, কলাচ, গিয়ার বক্স, ডিফারেনসিয়াল োরিয়াল এক্সোন, ব্রেকসিস্টেম মেরামত ও সার্ভিসিং, ফুয়েল পাম্প টাইমিং করণ, ইঞ্জিন গর্ভনর প্লাউয়িংকরণ, প্লাল্টিং ইকুইপমেন্ট ো স্পেয়ারের মেরামত ও কার্যকারিতা দক্ষতা।

ছাত্র/ছাত্রীদের সমদয় তথ্য
নবম শ্রেণী দশম শ্রেণী
CLICK HERE TO VIEW
 
CLICK HERE TO VIEW